এভিস
Aves

প্রাণীজগতের একটি শ্রেণি বিশেষ।  সাধারণভাবে এই শ্রেণিকে পক্ষী হিসেবে বিবেচনা করা হয়। ১৭৫৮ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Linnaeus

পক্ষী বা এভিস শ্রেণির প্রাণির সাধারণ পরিচয় হলো-

বিজ্ঞানীরা জীববিজ্ঞানের শ্রেণিকরণে এভিসকে শ্রেণি হিসেবে ধরা হয়। কিন্তু এই বিভাজনের আদিতে রয়েছে রেপ্টাইলিয়া (সরীসৃপ)। আর থেরোপোডা হলো রেপ্টাইলিয়া শ্রেণি একটি উপবর্গ

ক্রমবিবর্তনের ধারা
১২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ওরি্নথুরি থাক থেকে এভিস শ্রেণির উদ্ভব হয়েছিল। ১২.১ থেকে ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে শ্রেণিটি ২টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-