জীববিজ্ঞানের
বাইকোন্টা
থাকের অন্তর্গত একটি বিশেষ
থাক। ২০০৭–২০১০
খ্রিষ্টাব্দের মধ্যে জিনোম ও ফাইলোজেনি গবেষণায় একটি একক
থাক হিসেবে প্রমাণিত হয়েছ।
SAR
নামটি গৃহীত হয়েছে তিনিটি থাকের আদ্যাক্ষর অনুসারে
[ Stramenopiles +
Alveolata + Rhizaria] ।
ধারণা করা হয়
১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের কিছু পরে
বাইকোন্টা
থাক বিভাজিত হয়ে গিয়েছিল। এই থাক দুটি হলো- আর্কিপ্লাস্টিডা ও
হাক্রোবিয়া।
প্রায় ১২০ – ১১০
কোটি খ্রিষ্টাব্দের ভিতরে [ প্রোটেরোজোয়িক যুগের শেষের দিকে (টোনিয়ান কাল) ]
এদের আবির্ভাব হয়েছিল। এই সময় পৃথিবীতে বহুকোষী লাল শৈবাল
সাগরের জলে ভাসমান ছিল। সার থাকের সদস্যরা
প্রাথমিক
অন্তঃসহজীবন ঘটনার
মাধ্যমে
সায়ানোব্যাক্টেরিয়া কে গ্রাস করে
প্লাস্টিডে পরিণত করে কোষের অঙ্গাণুতে পরিণত করেছিল।
১১০-১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাকটি তিনটি ভাগে ভাগ হয়ে যায়। এগুলো হলো- স্ট্রামেনোপাইল, আলভিওলাটা
ও রাইজারিয়া