কেলভিন
বানান বিশ্লেষণ: ক্+এ+ল্+অ+ভ্+ই+ন্+অ
উচ্চারণ:
kel.vin (কেল্.ভিন্)
শব্দ-উৎস: ইংরেজি
kelvin (ব্রিটিশ পদার্থবিজ্ঞানী Sir William Thompson, Lord Kelvin (1824-1907) -এর সম্মানার্থে গৃহীত শব্দ)> বাংলা কেলভিন।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {তাপমাত্রার একক পরিমাপ একক সুনির্দিষ্ট পরিমাণ | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: আন্তর্জাতিক পরিমাপ একক পদ্ধতিতে কেলভিন একটি একক বিশেষ। ১ কেলভিন হলো পানির ত্রৈধ বিন্দুর (কঠিন, তরল ও গ্যাসীয় দশার মরিমাপক বিন্দু) তাপগতীয় তাপমাত্রা'র ১/২৭৩.১৬ ভগ্নাংশের সমান। এর প্রতীক
K। পরম তাপমাত্রার বিচারে  ০ কেলভিন হলো -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াসের সমান। তাই ১ কেলভিনের মান হবে ১+২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস।