নন্দিনী
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র।
 
প্রযোজনা: কে.বি পিকচার্স [প্রচার পুস্তিকা]
পরিচালক: শৈলজানন্দ মুখোপাধ্যায়
কাহিনিকার:
শৈলজানন্দ মুখোপাধ্যায়

চিত্রনাট্য: শৈলজানন্দ মুখোপাধ্যায়
সঙ্গীত পরিচালক:
হিমাংশু দত্ত
মুক্তি:
নভেম্বর ১৯৪১, রূপবাণী প্রেক্ষাগৃহ
ভাষা:
বাংলা।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
চরিত্র:
  1. কেদার নাথ:    অহীন্দ্র চৌধুরী
  2. রসিক লাল      যোগেশচন্দ্র চৌধুরী
  3. যোগিন           জহর গাঙ্গুলী
  4. রবীন             ধীরাজ ভট্টাচার্য
  5. নন্দ মোক্তার   ইন্দু মুখোপাধ্যায়
  6. ফণিভূষণ সাঁতরা  ফণী রায়
    অন্যান্য দেখুন:
     [প্রচার পুস্তিকা]
     

এই ছায়াছবিতে ব্যবহৃত গানের তালিকা

  1. ও আমার গাঁয়ের মাটি [আবহ সঙ্গীত। গীতিকার: সুবল মুখোপাধ্যায়]
  2. তোরা মারিস নে গো [গীতিকার: সুবল মুখোপাধ্যায়]
  3. বঁধু মিলন-বাসর-রাতে [গীতিকার: সুবল মুখোপাধ্যায়]
  4. বিধু মুখে মৃদু হাসি [গীতিকার: সুবল মুখোপাধ্যায়]
  5. শোনো শোনো নন্দপুর নাগরিকা [গীতিকার: সুবল মুখোপাধ্যায়]
  6. কি যে মোর মনের কথা [গীতিকার: সুবল মুখোপাধ্যায়]
  7. চৈতি রাতের চাঁদ [গীতিকার: প্রণব রায়]
  8. বনফুল! বনফুল সই [গীতিকার: প্রণব রায়]
  9. চোখ গেল চোখ গেল গীতিকার: কাজী নজরুল ইসলাম]

সূত্র: