জগৎ ঘটক
(১৯০২-১৯৮৯ খ্রিষ্টাব্দ)
কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত-সহচর ও স্বরলিপিকার।

১৯০২ খ্রিষ্টাব্দের ২৫ এপ্রিল, পশ্চিমবঙ্গের ২৪ পরগণার গোবরডাঙায় জন্মগ্রহণ করেন। ধারাবাহিক জীবনবৃত্তান্ত পাওয়া যায় না। মূলত নজরুলের সঙ্গীত-রচনার প্রেক্ষাপটের সাথে তাঁর জীবনবৃত্তান্তটু্কুই পাওয়া যায়।

যতদূর জানা যায় জগৎ ঘটকের পিতার মৃত্যুর পর, তিনি জীবকার জন্য ভাইবোনদের নিয়ে বহরমপুরে এসে বসবাস শুরু করেন।
১৯২৩ খ্রিষ্টাব্দের ১৫ই ডিসেম্বর (শনিবার ২৯ অগ্রহায়ণ ১৩৩০ বঙ্গাব্দ), নজরুল বহরমপুর জেল থেকে মুক্তিলাভ করেন। এই সময় নজরুল তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কর্মী নলিনাক্ষ সান্যালের বাড়িতে উঠেছিলেন। ১৬ই ডিসেম্বর (রবিবার ৩০ অগ্রহায়ণ ১৩৩০ বঙ্গাব্দ), বহরমপুর সায়েন্স কলেজ হোস্টেলের ১ নম্বর ব্লকে কলেজের শিক্ষার্থী নজরুলকে সংবর্ধনা দেএই সময় নজরুল-ভক্তদের অনেকেই এই বাড়িতে এসে নজরুলের সাথে দেখা করেছিলেন। ই ঘরোয়া অনুষ্ঠানে প্রথম জগৎ ঘটেকের সাথে নজরুলের পরিচয় ঘটে।

জগৎঘটক, তাঁর ভাই নিতাই ঘটক উভয়ই ছিলেন সঙ্গীতের প্রতি বিশেষ অনুরক্ত। এই সূত্রে উভয়ের সাথে নজরুলের গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। পরে  পরিবারের অন্যান্যদের সাথেও তাঁর প্রগাঢ় সম্পর্ক গড়ে ওঠে। নজরুলে জগৎঘটকের মাকে- '‌মা' সম্বোধন করতেন। জগৎঘটকের মা নজরুলকে ডাকতেম 'নুরু' নামে।

১৯৮৮ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যবরণ করেন।