জেনোফোন
গ্রিক
Ξενοφῶν

গ্রিক ইতিহাসবেত্তা, সৈনিক ও দার্শনিক। তাঁর প্রকৃত জন্মকাল নিয়ে সংশয় আছে। ধারণা করা হয় তিনি খ্রিষ্টপূর্ব ৪৩০ বা ৪৩১ অব্দের দিকে প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। এঁর পিতার নাম ছিল গ্রাইলাস (Gryllus)।

প্রথম জীবনে তিনি পার্সিয়ান রাজা সাইরাসের সেনাবাহিনীতে ভারাটে সৈন্য হিসাবে যোগদান করেছিলেন। পরে তিনি স্পার্টার সৈন্যদলে যোগদান করে এথেন্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধ শেষে এথেন্স থেকে তাঁকে বিতারিত করা হয়। এরপর তিনি পার্শিয়ানদের কাছে চাকরি করেন। স্পার্টার রাজা তাঁকে অলিম্পয়ার নিকটবর্তী স্কিল্লাস (Scillus)-এ কিছু সম্পত্তি প্রদান করেন। খ্রিষ্টপূর্ব ৩৫৪ অব্দে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি প্রখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন।

তাঁর রচিত গ্রন্থের ভিতরে বিশেষভাবে উল্লেখ করা হয় সাত খণ্ডে সমাপ্ত এ্যানাবাসিস (Anabasis)। নিচে তাঁর রচিত গ্রন্থাবলির তালিকা দেওয়া হলো।

ঐতিহাসিক গ্রন্থ

Anabasis
Cyropaedia
Hellenica
Agesilaus

সক্রেটিস সম্পর্কিত গ্রন্থ
Memorabilia
Oeconomicus
Symposium
Apology
Hiero

অন্যান্য রচনা
On Horsemanship
The Cavalry General
Hunting with Dogs
Ways and Means
Constitution of Sparta


সূত্র 
http://www.britannica.com/EBchecked/topic/650658/Xenophon/8054/Life
http://en.wikipedia.org/wiki/Xenophon