রক্তজবা
সঙ্গীতালেখ্য

কলকাতা বেতার থেকে অবিনাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতালেখ্যটি প্রথম প্রচারিত হয়েছিল- ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২০ নভেম্বর (সোমবার ৪ অগ্রহায়ণ ১৩৪৬), সন্ধ্যা ৬.১০ টায়। এই অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কালিদাস গাঙ্গুলী ও নিতাই ঘটক। এর সঙ্গীত নির্দেশনায় ছিলেন- মনোরঞ্জন সেন, সুরেন সেন এবং রণজিত গুহ। শিল্পীরা ছিলেন- রেবা সোম, মালিনা বোস, আভা মুখোপাধ্যায়, গীতা মিত্র, উর্মিলা দাশগুপ্তা, নমিতা সাহা, ইলা ঘোষ, নমিতা ঘোষ, বেলা মুখোপাধ্যায় এবং অন্যান্য।

অনুষ্ঠানে মোট ৮টি গান পরিবেশিত হয়েছিল। এর প্রত্যেকটি গান রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। গানগুলো হলো-
১. বল্‌ মা শ্যামা বল্‌ তোর বিগ্রহ [তথ্য]
২.মা খড়গ নিয়ে মাতিস রণে (খড়গ নিয়ে) [তথ্য]
৩. আমার হৃদয় হবে রাঙা জবা [তথ্য]
৪. মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা [তথ্য]
৫. আমার কালো মেয়ে রাগ করেছে [তথ্য]
৬. আমার মানস-বনে ফুটেছে রে [তথ্য]
৭. আমার মা যে গোপাল সুন্দরী [তথ্য]
৮. আমি মা ব'লে যত ডেকেছি [তথ্য]