শিরোনাম: আলোক-আঁধার যেথা করে খেলা
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-১
শিল্পী: কনক দাস
সুরকার: হিমাংশু দত্ত
রেকর্ড প্রকাশ: ১৯৩৭
আলোক-আঁধার যেথা করে খেলা
ভিড়েছিলো সেথা কবে মোর ভেলা ।

চামেলি-সুবাস হাতে লয়ে বুঝি
ফিরেছিলো বায়ু মোরে খুঁজি খুঁজি,
ছায়াপথে ছিল জ্যোছনার মেলা ।

মায়াঘেরা এক বিজন কুটিরে
কে ছিল বাঁচায়ে দীপ-শিখাটিরে ।

হাতখানি তার বাঁধি ফুলডোরে
কয়েছিনু বুঝি ভুলিও না মোরে
তারে স্মরি কাঁদে বিরহের বেলা