শিরোনাম: মম মন্দিরে এলে কে তুমি
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-২
শিল্পী: শচীনদেব বর্মণ
সুরকার: হিমাংশু দত্ত
রেকর্ড প্রকাশ: ১৯৩৪
মম মন্দিরে এলে কে তুমি ?
তব পূজা-ধূমে লুকায়ে আজি
আমারে পূজিলে ওগো কে তুমি ?

প্রেম-দেবতার আরতি লাগি
আঁখি-দীপ তব রয়েছে জাগি
মোরে দিলে মালা ভুলে কে তুমি ?

অন্ধ বাতাস হেথা নিশাসে,
পাষাণ দেবতা আমি যে আজ
শত বেদনার হিম-পরশে ।

ওগো পূজারিণী যাও গো ফিরে
পাষাণ গলে না এ-আঁখিনীরে
মরুতে মলয় চাহ কে তুমি ?॥