কবিতা-সমাধি

১৯১৯ খ্রিষ্টাব্দে করাচি সেনানিবাস থেকে নজরুল- 'কবিতা-সমাধি' নামক একটি কবিতা। এই কবিতাটি সওগাত পত্রিকার আশ্বিন ১৩২৬ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯১৯) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

পরিশ্রমে গলদ্ঘর্ম, সারা নিশি জেগে
ভাব-শির মুহুর্মুহুাঠ্যাঘাতি রেগে
সেকি লেখা লিখিলাম মহা মহা পদ্য,
ক্ষ একুন করি যোজিলাম চৌদ্দ

মৃচ্ছকটিক আর শব্দসার ভ্রমি
আনিলাম কাব্য এক শব্দকলদ্রুমি!
রটিলাম কি বিকট শব্দ বাছি বাছি,
জাহাজে বেঁধেছে যেন শত শক্ত কাছি।
কবিদের ভাব সব' না-বলিয়-নিয়া'
সাহিত্য আসরে এন গুম্ফফ আস্ফালয়া!
এ লেখা কি ব্যর্থ হয়। তবে নাম মিছে!
'বাঃ ভাই- বন্ধুরা কয় দন্ত-সঙ্ঘ খিচে

চটু বাক্যে লুব্ধ হয়ে কবিতারাশিকে
পাঠালাম ছোট বড় সকল মাসিকে।
সম্পাদক অভদ্র সে না দেয় উত্তর;
বিষম রুখিয়া শেষে লিখিনু, 'দুত্তোর'!
টিকিট খেয়েছে মম্,-যেতে দাও; এবে
হে ভদ্র, কবিতাগুলি ফিরিয়ে কি দেবে?'