ইরানের স্বপ্ন
নজরুলের রচিত বেতার গীতিকা।

১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ই মার্চ  (শনিবার, ৩০ ১৩৪৬), সন্ধ্যা ৭.১৫-৭.৫৯টায় কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রথম প্রচারিত হয়েছিল 'ইরানের স্বপ্ন' নামক গীতিকা। পারশ্য দেশীয় সুরাবলম্বনে রচিত গান দিয়ে এই সঙ্গীতানুষ্ঠান সাজানো হয়েছিল। এই অনুষ্ঠানের সংগঠক ছিলেন নজরুল ইসলাম। 

প্রথম প্রচার

দ্বিতীয় প্রচার:

উভয় প্রচারে মোট ৫টি গান প্রচারিত হয়েছিল। গানটি হলো-

    1. আয় ইরানী মেয়ে জংলা-পথ বেয়ে [তথ্য]
    2. ইরানের বুলবুলি কি এলে [তথ্য]
    3. ইরানের রূপ-মহলের শাহজাদী শিঁরী [তথ্য]
    4. পরি' জাফরানী ঘাগরি [তথ্য]
    5. ফুলের জলসায় নীরব কেন কবি [তথ্য]

সূত্র: