বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
আরবী সুর, তাল : কাহারবা
পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
ইরানি কিশোরী হেসে' হেসে'॥
চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে
চলিছে সহেলি এলোকেশে॥
পাপিয়া পিয়া পিয়া ডাকে শাখে ─ পিয়া পিয়া পিয়া পিয়া
কাহারে ভালোবেসে॥
মনে সে শিরাজির নেশা লাগায়
আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়।
তারি সুরে রহি' রহি' বিরহীর রবাব ঝুরে
বুল্‌বুলি পথ ভুলি' ইহারি লাগি' এলো এ দেশে॥