আবীর কুমকুম
নজরুলের রচিত একটি গীতি-আলেখ্য।

দোল-পূর্ণিমা উপলক্ষে নজরুলের রচিত গীতি-আলেখ্য। নজরুলের রচিত এই অনুষ্ঠানটি নজরুলেরই পরিচালনায় কলকাতা বেতারকেন্দ্র ক-এর তৃতীয় অধিবেশনে  প্রচারিত হয়েছিল ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ ১৯৪১ (বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন ১৩৪৭)। প্রচারের সময় ছিল- রাত্রি ৮-৮.৩৯ পর্যন্ত।

সহযোগিতায় ছিল- যন্ত্রীসংঘ। ধারা-বর্ণনায় ছিলেন অনীল দাস। সঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন। শৈলদেবী, ইলা ঘোষ এবং চিত্ত রায়। এই গীতি-আলেখ্য মোট ৬টি গান ব্যবহৃত হয়েছিল। 
    সূত্র:

এই গীতি-আলেখ্যে মোট ৬টি গান ব্যবহৃত হয়েছিল। গানগুলো হলো-

  1. আজি মনে মনে লাগে হোরী [তথ্য]
  2. আয় গোপিনী খেলবি হোরি [তথ্য]
  3. কুমকুম আবির ফাগের [তথ্য]
  4. ব্রজ-গোপী খেলে হোরি [তথ্য]
  5. হোরি খেলে নন্দলালা [তথ্য]
  6. হোরির মাতন লাগল আজি [তথ্য]