ছায়ানট
কাজী নজরুল ইসলাম


                      আশা
             হয়তো তোমার পাব দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা

            ঐ সুদূরের গাঁয়ের মাঠে,
            আলোর পথে, বিজন ঘাটে ;
            হয়তো এসে মুচকি হেসে
                    ধরবে আমার হাতটি একা

ঐ নীলের ঐ গহন-পারে ঘোমটা-হারা তোমার চাওয়া,
আনলে খবর গোপন-দূতী দিক-পারের ঐ দখিন হাওয়া।।

            বনের ফাঁকে দুষ্টু তুমি,
            আস্তে যাবে নয়না চুমি,
            সেই সে কথা লিখছে হেথা
                    দিগ্বলয়ের অরুণ-লেখা

বরিশাল
আশ্বিন ১৩২৭

৯২০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দুর্গাপূজা উপলক্ষে নবযুগ পত্রিকার অফিস ছুটি হয়ে যায়। এই ছুটি কাটানোর জন্য অক্টোবরের ১-২ তারিখে (রবি-সোম, ১৫-১৬ আশ্বিন)  নজরুল এবং মুজাফ্ফর আহমদ বরিশালে শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হকের ভাগ্নে ওয়াজির জালী ও ইউসুফ আলীর বাড়িতে যান এই সময় এই কবিতটি রচনা করেছিলেন। বিতাটিতে সুরারোপিত করে গানে পরিণত করা হয়েছিল।


কবিতা হিসেবে- প্রথম প্রকাশিত হয়েছিল মোসলেম ভারত পত্রিকার'পৌষ ১৩২৭' (ডিসেম্বর ১৯২০-জানুয়ারি ১৯২১) সংখ্যায়।