পদ্মার ঢেউ
কাজী নজরুল ইসলামের রচিত একটি গীতিনাট্য। ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৪ই জুন (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮), সন্ধ্যা ৮.০০টা প্রথম কলকাতা থেকে প্রচারিত হয়েছিল। এই গীতিনাট্যে ৬টি মোট ব্যবহৃত হয়েছিল। এই গানগুলো হলো-
  1. এ কূল ভাঙে ও কূল গড়ে [তথ্য]
  2. ও বন্ধু আমার অকালে ঘুম ভাঙাইয়া [তথ্য]
  3. ও বন্ধু! দেখ্‌লে তোমায় বুকের মাঝে [তথ্য]
  4. ওরে ভাটির নদী লয়ে যাও মোরে [তথ্য]
  5. চোখ গেল চোখ গেল কেন ডাকিস্‌ রে  [তথ্য]
  6. পদ্মার ঢেউ রে [তথ্য]