বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওরে ভাটির নদী লয়ে যাও মোরে সেই সাগর জল
ওরে ভাটির নদী লয়ে যাও মোরে সেই সাগর জলে।
যে সাগর ছুঁলে মরা গাঙে আবার জোয়ার উথলে॥

মোর আঁখি শুকায়ে,
বিরহে বালুচরে গেছে লুকায়ে,
মোর নীরস বুকে আর জোয়ার আসে না, ওপারে তরণী আর নাহি চলে॥
সাগরে গিয়ে মোর নাগরে কহিব বঁধু হে,
তব করুণা মেঘের জলে খালি বুক ভরে না না পেলে পরম মধু হে।
দিয়ে কেন কেড়ে নিলে স্রোতের বারি,
আর বিরহ-যাতনা সহিতে নারি।
দুয়ার ভাঙিয়া প্রেমের জোয়ারে আসিয়া লয়ে যাও চরণ-তলে॥