জন্মাষ্টমী
নজরুলের রচিত রেকর্ডে প্রকাশিত শ্রুতি নাটক। নাটকটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।

হিন্দু পৌরাণিক দেবতা বিষ্ণুর অবতার হয়ে জন্মগ্রহণকারী শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে 'জন্মাষ্টমী' পালিত হয়। উল্লেখ্য, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দ্বাপর যুগের শেষে ভাদ্র-রোহিণী নক্ষত্রে, এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাত্রিতে। জন্মের পরপরই বসুদেবের কংসের ভয়ে এই শিশুটিকে ব্রজধামে নন্দের বাড়িতে রেখে আসেন এবং তাঁর সদ্যজাতা কন্যাকে আনেন। ব্রহ্ম-বৈবর্ত্ত পুরাণের মতে এই কন্যা ছিলেন দুর্গা। এই পুরাণে এই সদ্যজাতা কন্যাকে অংশা নামে অভিহিত করা হয়েছে। বিষ্ণুর অনুরোধে তিনি যশোদার গর্ভে জন্মগ্রহণ করেন। [ব্রহ্ম-বৈবর্ত্ত পুরাণ, শ্রীকৃষ্ণখণ্ড, সপ্তম অধ্যায়]

১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) মাসে, জন্মাষ্টমীর এই কাহিনি অনুসরণে নজরুল এই ক্ষুদ্র নাটিকাটি রচনা করেছিলেন হিন্দি ভাষায়। এই নাটিকাটি এইচএমভি থেকে প্রকাশিত হয়েছিল। এর হিন্দি সংলাপের সাথে ব্যবহৃত হয়েছিল নজরুলের রচিত চারটি হিন্দি গান। এর রেকর্ড নম্বর ছিল- এন ১৭১৬৯।এই গানগুলো হলো-