বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমারে ভাসালে অসীম আকাশে তোমারে ভাসানু জলে

        নাটক: ‘মধুমালা’ (ঘুমপরী স্বপনপরীর গান)

ঘুম    :  আমারে ভাসালে অসীম আকাশে তোমারে ভাসানু জলে।
স্বপন  :  মাটির মানুষ বোঝে না বেদনা, বুঝিত দেবতা হলে॥
ঘুম    :  ওগো সুন্দর তুমি ত জানো না
           ভালোবাসার কি নিবিড় বেদনা,
স্বপন  :  জান না ত আমি কাঁদি কত তোমারে কাঁদাই ব’লে॥