মধুমালা
নজরুলেরচিত একটি নাটক। নাটকটি ১৯৩৯ খ্রিষ্টাব্দ ১৯ শে অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), কলকাতার নাট্যভারতী রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয়েছিল। আর গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল ১৩৬৫ বঙ্গাব্দের মাঘ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৫৯) মাসে ।

সম্ভবত নজরুল ১৯২৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে সন্দ্বীপ সফরের সময় নজরুল এই গীতিনাট্যটি রচনা করেছিলেন। অধ্যাপক রফিকুল ইসলাম তাঁর 'নজরুল-জীবনী' গ্রন্থের চতুর্দশ অধ্যায়ে (জাতীয় সংবর্ধনা) লিখেছেন-

'...সন্দ্বীপে তিনি মোট চারদিন ছিলেন। পরবর্তীকালে তিনি সন্দ্বীপ নিয়ে পূর্ব বাংলার লোক কাহিনী অবলম্বনে গীতিনাট্য 'মধুমালা' রচনা করেছিলেন। এই নাটকের কয়েকটি চরিত্র, মধুমালা (সন্দ্বীপের রাজকুমারী), তিলোত্তমা (সন্দ্বীপের রাণী), তাম্বুল রাজা (সন্দ্বীপের রাজা) ইত্যাদি।

উল্লেখ্য, ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি (শনিবার, ১৩ মাঘ ১৩৩৫), নজরুল চট্টগ্রাম থেকে তাঁর বন্ধু মুজফ্ফর আহমদের জন্মস্থান সন্দীপ সফরে যান। ৩০ জানুয়ারি তিনি কলকাতায় ফিরে আসেন।

এই নাটকে মোট ৩৮টি গান ছিল। গানগুলো হল-

  1. জাগো বনলক্ষ্মী! জোছনা বিগলিত [তথ্য]
    মধুমালতী। প্রথম অঙ্ক। বন-বালিকাদের গান
  2. হে বিজয়ী! হে না -দেখা রূপের কুমার [তথ্য]
    মধুমালতী। প্রথম অঙ্ক। ঘুমপরি ও স্বপনপরির গান
  3. সুন্দর সুন্দর অপরূপ নন্দন [তথ্য]
    মধুমালতী। প্রথম অঙ্ক। ঘুমপরি, স্বপনপরির গান ও বনবিহারীগণের গান
  4. মোদের মর্দানা ঢঙ নাচা [তথ্য]
    মধুমালা। প্রথম অঙ্ক। অয়ষ্কান্তের গান।
  5. ঘুম আয় ঘুম, ঘুম ঘুম ঘুম [তথ্য]
    মধুমালা।প্রথম অঙ্ক। ঘুমপরি ও স্বপনপরির গান।
  6. এরি লাগি তপস্যা কি [তথ্য]
    মধুমালা।প্রথম অঙ্ক। ঘুমপরি ও স্বপনপরির গান।
  7. যেন দুধ সাগরের ননী দিয়ে [তথ্য]
    মধুমালা। প্রথম অঙ্ক। ঘুমপরির গান।
  8. তুমি কে গো (কে কে কে) তুমি মোদের [তথ্য]
    মধুমালা। প্রথম অঙ্ক। বালিকাগণের গান।
  9. ওলো এক চাঁদকে সৃষ্টি করে [তথ্য]
    মধুমালা। প্রথম অঙ্ক। ঘুমপরীর গান।
  10. এতো একা চন্দ্রমণি [তথ্য]
    মধুমালা । প্রথম অঙ্ক। স্বপনপরির গান।
  11. আয় আয় মোর ময়ূর-বিমান [তথ্য]
    মধুমালা। প্রথম অঙ্ক। স্বপনপরীর গান।
  12. সোনার খাটে ঘুমায় কন্যা [তথ্য]
    মধুমালা। প্রথম অঙ্ক। স্বপনপরীর গান
  13. নিঝুমে নিদ্রা যায় রে মধুমালা [তথ্য]
    মধুমালা । দ্বিতীয় অঙ্ক। মাঝির গান।
  14. ভোরের তরুণ অরুণে আর পূর্ণিমার চাঁদে [তথ্য]
    মধুমালা (নাটক)। দ্বিতীয় অঙ্ক। স্বপনপরির গান।
  15. কি অনল জ্বলে লো সই [তথ্য]
    মধুমালা। দ্বিতীয় অঙ্ক। ঘুমপরির গান।
  16. আমি হেরে এবার নেবো লো [তথ্য]
    মধুমালা। দ্বিতীয় অঙ্ক। ঘুমপরি ও স্বপনপরির গান।
  17. তোমার চন্দন-রঙ উত্তরীয় [তথ্য]
    মধুমালা । দ্বিতীয় অঙ্ক। মদনকুমার ও মধুমালার গান।
  18. আহা সুনীল নীরদে ঢাকিল অরুণ [তথ্য]
    মধুমালা। দ্বিতীয় অঙ্ক। মদনকুমার ও মধুমালার গান।
  19. পুব সাগরে ডুব দিয়ে ঐ [তথ্য]
    মধুমালা। দ্বিতীয় অঙ্ক। ঘুমপরির গান।
  20. তুমি যেয়ো না তুমি যেয়ো না [তথ্য]
    মধুমালা। দ্বিতীয় অঙ্ক। স্বপনপরির গান।
  21. ঘুম যবে ভাঙবে কন্যা [তথ্য]
    মধুমালা । দ্বিতীয় অঙ্ক। স্বপনপরির গান।
  22. কেউ বলতে পার কোথায় আমার [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। স্বপনপরির গান।
  23. এই কাঞ্চননগরের বাদ্‌শা [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। সেকেন্দার শা-এর গান।
  24. আমাদের ভাসালে অসীম আকাশে [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। ঘুমপরি ও স্বপনপরির  গান।
  25. ওরে ও-পদ্মা নদী বলতে পারিস [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। মাঝিগণের গান।
  26. বোন রে বোন এ কোন্‌ রূপ দেখলি [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। অয়ষ্কান্তের গান।
  27. আমরা বনের পাখি [তথ্য]
    মধুমালা । তৃতীয় অঙ্ক। নর্তকীদলের গান।
  28. মধুর মধুর ! আজি সকলি মধুর [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। নর্তকীদলের গান।
  29. ও বন-পথ! ওরে নদী [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। মদনকুমারের গান।
  30. ফুলের হাওয়া যা রে ছুটে [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। ঘুমপুরি ও স্বপনপরির গান।
  31. তুমি হেসে চলে গেলে বন্ধু [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। কাঞ্চনমালার গান।
  32. তুমি এতদিনে মরণ টানে টানলে [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। কাঞ্চনমালার গান।
  33. সাগর জলে খেলতে এলো [তথ্য]
    মধুমালা । তৃতীয় অঙ্ক। ঘুমপরি ও স্বজনপরির গান।
  34. বন্ধু বিদায়-যাই চলে যাই [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। স্বপনপরির গান।
  35. আমার পায়ের বেড়ি ‌এ‌ই সোনার পুরী [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। মধুমালার গান।
  36. নিশির পাহারা ভেঙে চোর এসেছে [তথ্য]
    মধুমালা । তৃতীয় অঙ্ক। সমবেত গান।
  37. অনেক জ্বালা দিয়েছে [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। নর্তকীর গান।
  38. ওগো বন্ধু! দাও সাড়া দাও [তথ্য]
    মধুমালা। তৃতীয় অঙ্ক। কাঞ্চনমালার গান।