বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জাগো বনলক্ষ্মী! জোছনা বিগলিত চৈতালি নিশীথে
      নাটক: 'মধুমালা' (বন-বালিকাদের গান)

জাগো বনলক্ষ্মী! জোছনা বিগলিত চৈতালি নিশীথে।
রাঙাও দশদিশি লজ্জা-অরুণ রূপ-সজ্জায় বনশ্রীতে ॥
        তব আলোছায়ার ডুরে শাড়ির আঁচল
        লুটাক বকুল তলে সুখ-বিহ্বল,
তব লতা কবরী হের পুষ্প ভারে হ'ল ─
        অবনমিতা অগ্নি অসম্বৃতে॥
পর গিরি-ঝর্ণার শতনরী হার হে বনলক্ষ্মী॥
বিহর-শীর্ণা দেহে (নব যৌবনের) জাগুক জোয়ার হে বনলক্ষ্মী!
        ঝংকৃত হোক বনভূমি নিঝ্‌ঝুম
        পুষ্পিত মাধবীর পর কঙ্কণ,
আলতা পর কলি পলাশ রঙ্গন ─ ভ্রমর-গুঞ্জন-নূপুর-গীতে॥

  ১. বিহগিত