বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মোদের মর্দানা ঢঙ

            নাটক : ‘মধুমালা’
মোদের মর্দানা ঢঙ নাচা মোদের মর্দানা ঢঙ নাচা
ওদের আছে শাড়ির আঁচল মোদের আছে কোঁচা কাছা॥
ওরা বাঁকায় ভুরু, নাড়ে চোখ, নাড়ে ঘাড়,
আমরা চোমরাই গোঁফ, দেখাই বঙ্কিম হাঁটুর হাড়।
ওদের আছে বেণী মোদের আছে দাড়ি,
ওরা ঢুলায় মাজা আর আমরা ভু’ড়ি নাড়ি
ওদের কণ্ঠ যেন কোকিল মোদেল কণ্ঠ হাঁড়িচাঁচা॥