বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পুব সাগরে ডুব দিয়ে ঐ

নাটক : ‘মধুমালা’ (ঘুমপরীর গান)
পুব সাগরে ডুব দিয়ে ঐ সোনার রবি উঠ্ল রে।
রাতের চোখের অশ্রু ঝ’রে কুসুম হয়ে ফুট্ল রে॥
যাত্রী ওরে যেতে হবে
গভীর ব্যথা পেতে হবে,
তাই মিলন রাতের বালুর মালা জাগরণে টট্ল রে॥