বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিশির পাহারা ভেঙে চোর এসেছে ঘর
নাটক : ‘মধুমালা’
নিশির পাহারা ভেঙে চোর এসেছে ঘর,
ধরতে গিয়ে দেখি ওলো চোর নয় সে বর।
বর এসেছে, বর এসেছে, বর এসেছে বর॥
এ পালিয়েছিল চুরি ক’রে মোদের সিখির নিদ্,
(এই) হৃদয়-বনের শিকারীকে নয়ন দিয়ে বিঁধ্।
এ যে ফুলের মালায় বন্দী ক’রে পরাল টোপর –
বর এসেছে, বর এসেছে, বর এসেছে বর॥