বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেউ বলতে পার কোথায় আমার মধুমালার দেশ

     নাটক : ‘মধুমালা’
কেউ বলতে পার কোথায় আমার মধুমালার দেশ?
যারা সাগর মাঝে স্বপন-পুরী মেঘ-বরণ বেশ॥
কোন মধু বাসরে এসে
(তারে) দেখেছিলাম রাতের শেষে
(আমি) স্বপ্নে আজও দেখি তারি চন্দন-রং বেশ॥
প্রথম শিকারে গিয়ে বিঁধল বিষের তীর
সেই কন্যার কাজল মাখা ডাগর আঁখির।
তার নবলক্ষের মালা দোলে
দোলেরে মোর প্রাণের তলে
আজি জেগে দেখি স্বপ্নে-দেখা সেই চোখের আবেশ॥