বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সোনার খাটে ঘুমায় কন্যা রূপার খাটে কেশ।
 

    নাটক : ‘মধুমালা’
সোনার খাটে ঘুমায় কন্যা রূপার খাটে কেশ।
ময়ূরপঙ্খী যাও উড়ে সেই মধুমালার দেশ॥
তার নামের চেয়ে রূপে সখী অনেক বেশী মউ,
নবলক্ষের মালা পাবে সে হবে যার বউ।
তারায় তারায় ছড়িয়ে আছে তারি রূপের রেশ,
ময়ূরপঙ্খী যাও উড়ে সেই মধুমালার দেশ॥