বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বন্ধু রে, বন্ধু, -পরান বন্ধু

             বন্ধু রে, বন্ধু, -পরান বন্ধু
আমার    দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে।
             ঝরা-পাতার পত্র আমার যায় ভেসে' তার পায়ে॥
                            জানি জানি আমার দেশে
                            আমার নেয়ে আসবে ভেসে',
ওরে      চির ঋনী আছে সে যে আমার প্রেমের দায়ে॥
            নূতন আশার পাল তুলে' সে আসবে ফিরে' ঘরে
            ফুটেছে তাই কাশ-কুসুমের হাসি শুক্‌নো চরে।
                            পিদিম জ্বেলে' তারি আশায়
                            গহীন গাঙের স্রোতে ভাসায়
ওরে      ঐ পিদিমের পথ ধ'রে সে আসবে সোনার নায়ে॥