বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ওরে আজই না হয় কালই তোরে কালী বল্তে হবে
ওরে আজই না হয় কালই তোরে কালী বল্তে হবে।
তুই কাঁদ্বি ধ'রে কালীর চরণ মহাকাল আসিবে যবে॥
তুই জন্মের আগে ছিলি শিখে মা বলতে মা কালীকে,
তুই ভুল্লি আদি-জননীকে দু'দিন মা পেয়ে ভবে॥
তুই কালি দিয়ে লিখ্লি হিসাব কেতাব-পুঁথি শিখ্লি পড়া,
তোর মাঠে ফসল ফুল্ ফুটালো কালো মেঘের কালি-ঝরা।
তোর চোখে জ্বলে কালীর কালো তাই জগতে দেখিস্ আলো,
(কালি) প্রসাদ গুণে সেই আলো তুই হৃদ্পদ্মে দেখ্বি কবে॥
- ভাবসন্ধান: মাতৃরূপিণী কালীর মহিমা অপার মহিমার কথা এই গানে
উপস্থাপন করা হয়েছে। এই জগৎ সংসারে কালীর করুণা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়, এই
দর্শনই এই গানে উপস্থাপন করা হয়েছে।
কবি মনে করেন- মাতৃরূপিণী কালীর মহিমা আজকে যারা স্বীকার করে না, আগামী দিনে
তাদেরকে কালীর শরণাপন্ন হতেই হবে। যখন মৃত্যুরূপী মহাকাল আসবে, তখন পরিত্রাণের
জন্য এই কালীরই চরণ ধরে তাদের কাঁদতে হবে।
কালী আদি জননী, তাই জন্মের আগেই মা কালীকে 'মা' বলে সম্বোধন করতে শিখেছিল যে
সন্তান। কবির আক্ষেপ, সেই সন্তান দু'দিনের জন্মসূত্রে পাওয়া মাকে পেয়ে, সে
আদি-মাতাকে ভুলে থাকে।
কালী তার কালো রূপে জগৎময় জ্যোতির্ময় হয়ে ছড়িয়ে আছেন। এই মা কালীর সন্তান,
কেতাব-পুঁথি কালি দিয়েই লিখতে পড়তে শিখেছিল। কালো মেঘের কালিঝরা বৃষ্টির কল্যাণে
মাঠে ফসল ফলে, বনে বনে ফুল ফোটে। তার চোখে কালীর কালোই জ্ঞানের আলো হয়ে জ্বলে,
তাই সে জগতকে আলোকিত দশায় দেখে। কালীর দেওয়া এই কালির প্রসাদের গুণে জ্ঞানের আলোতে
আলোকিত হয় এই সন্তানের হৃদপদ্মে।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র- আশ্বিন ১৩৪৬) মাসে, এইচএমভি রেকর্ড
কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন
২০১৮। গান ১৩১৪। পৃষ্ঠা ৩৯৮]
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৯ (ভাদ্র- আশ্বিন ১৩৪৬)] এন ১৭৩৫০। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: কমল দাশগুপ্ত]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৩০-৩৩। [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। কালী। বন্দনা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
দাদরা [দ্রুত]
- গ্রহস্বর: স