বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওরে আলয়ে আজ মহালয়া মা এসেছে ঘর
ওরে আলয়ে আজ মহালয়া মা এসেছে ঘর।
তোরা উলু দে রে, শঙ্খ বাজা, প্রদীপ তুলে ধর॥
(এলো মা, আমার মা)
মাকে ভুলে ছিলাম ওরে
কাজের মাঝে মায়ার ঘোরে,
আজ বরষ পরে মাকে ডাকার মিলল অবসর॥
মা ছিল না ব'লে সবাই গেছে পায়ে দ'লে,
মার খেয়েছি যত তত ডেকেছি মা ব'লে।
মা এসেছে ছুটে রে তাই
ভয় নাইরে আর ভয় নাই,
মা অভয়া এনেছে রে দশ হাতে তাঁর বর॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ১৩১৫। সংখ্যা
১৩১৫। পৃষ্ঠা:
৩৯৮]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা
১৪৪।
for
Kamal Gupta (HMV) ।
আগমনী।
পৃষ্ঠা
১৭১]
রেকর্ড:
- এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক
১৩৪২)। এন ৭৪১৬। শিল্পী: কমল দাশগুপ্ত ও অন্যান্য।]
সুরকার:
কমল দাশগুপ্ত
স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৩৪-৩৬। [নমুনা]
পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (সনাতন হিন্দু ধর্ম, শাক্ত, আগমনী)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
দাদরা [দ্রুত]
- গ্রহস্বর: স