বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চোখের বাঁধন খুলে দে মা খেলব না আর কানামাছি

       চোখের বাঁধন খুলে দে মা খেলব না আর কানামাছি।
আমি  মার খেতে আর পারি না মা এবার বুড়ি ছুঁয়ে বাঁচি॥
                তুই পাবি অনেক মেয়ে ছেলে
            যাদের সাধ মেটেনি খেলে খেলে,
তুই   তাদের নিয়েই খেল না মা গো শ্রান্ত আমি রেহাই যাচি।
       দুঃখ-শোখ-ঋণ-অভাব ব্যাধি মায়ার খেলুড়িরা মিলে,
       শত দিকে শত হাতে আঘাত হানে তিলে তিলে।
                চোর হয়ে মা আর কত দিন
                ঘুরব ভবে শান্তিবিহীন,
তোর  অভয় চরণ পাই না কেন মা তোর এত কাছে আছি॥