বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চলো সাম্‌লে পিছল পথে গোরী

        চলো সাম্‌লে পিছল পথে গোরী।
        ভরা যৌবন তায় ভরা গাগরি॥
        নীর ভরণে এসে সখি নদী-তীর
        তীর খেয়ো না হৃদয়ে ডাগর আঁখির,
        জলে ভাসিবে নয়ন কিশোরী॥
        হৃদি নিঙাড়ি এ পথে প্রেমিক কত
সখি   করেছে রুধির-পিছল এ পথ,
        কেহ উঠিল না এ পথে পড়ি'॥
        তব ঘটের সলিল চাহিয়া সই
 কত   তৃষ্ণা-আতুর পথিক দাঁড়ায়ে ঐ,
        মরুভূমে তুমি মেঘ-পরী॥