বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চম্পা পারুল যূথী টগর চামেলা

রাগ: কালেংড়া। তাল: দ্রুত-দাদ্‌রা
চম্পা পারুল যূথী টগর চামেলা।
আর সই, সইতে নারি ফুল-ঝামেলা॥
            সাজায়ে বন-ডালি,
            বসে রই বন-মালি
যা'রে দিই এই ফুল সেই হানে হেলাফেলা॥
            কে তুমি মায়া-মৃগ
            রতির সতিনী গো
ফুল নিতে আসিলে এ বনে অবেলা॥
            ফুলের সাথে প্রিয়
            ফুল-মালীরে নিও
তুমিও এক  সই, আমিও একেলা॥