বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ভগবান শিব জাগো জাগো
রাগ: শিবানী-ভৈরবী (নজরুল সৃষ্ট), তাল: ত্রিতাল
ভগবান শিব জাগো জাগো, ছাড়িয়া গেছেন দেবী শিবানী সতী।
শক্তিহীন আজি সৃষ্টি চন্দ্র-সূর্য তারা হীন-জ্যোতি
             হে শিব, সতীহারা হ'য়ে নিষ্প্রাণ
             ভূ-ভারত হইয়াছে শবের শ্মশান,
কোলে ল'য়ে প্রাণহীন জড়-সন্তান — শিবনাম জপে ধরা অশ্রুমতী॥