বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম : ওগো সুন্দর আমার!
     রাগ: ভৈরবী। তাল: দাদরা
        ওগো সুন্দর আমার!
সুন্দর আমার, এ কী দিলে উপহার॥
        আমি দিনু পূজা-ফুল,
        বর দিতে দিলে ভুল,
ভাঙিল আমার কূল, তব স্রোতধার॥
        গরল দিলে যে এই
        অমৃত আমার সেই,
শুকাল নিশি-শেষেই রাতের নীহার॥
        তোমার সুখ-ছোঁয়ায়
        ফুটেছে ফুল শাখায়,
তোমারই উতল বায় ঝরিল আবার॥