বিষয়:
নজরুল সঙ্গীত
শিরোনাম :
ওগো সুন্দর আমার!
ওগো সুন্দর আমার!
সুন্দর আমার, এ কী দিলে উপহার॥
আমি দিনু পূজা-ফুল,
বর দিতে দিলে ভুল,
ভাঙিল আমার কূল,
তব স্রোতধার॥
গরল দিলে যে এই
অমৃত আমার সেই,
শুকাল নিশি-শেষেই
রাতের নীহার॥
তোমার সুখ-ছোঁয়ায়
ফুটেছে ফুল শাখায়,
তোমারই উতল বায়
ঝরিল আবার॥
-
ভাবসন্ধান: যা পরম সুন্দর এবং পরম সত্য, তাই পরম সত্তা। এই গানের
সুন্দর হলো- পরম সত্তা। যিনি জগতের সকল সত্য ও সুন্দরের প্রতীক। এই সুন্দর যা
দেন তাই পরম উপহার। এ উপহার পেয়ে কবি মুগ্ধ এবং বিস্মিত।
কবি এই পরম সুন্দরকে যে পূজা অর্ঘ দিলেন, প্রতিদানে তিনি ভুল বর দিলেন।
(যা যা কবির কাছে কাঙ্ক্ষিত ছিল না বলেই তাঁকে তিনি ভুল বর হিসেবে আখ্যায়িত
করেছেন। কবির মনে হয়েছে এই বরে তাঁর আশার কূল ভেঙেছে। শেষ পর্যান্ত কবি
পরমসত্তার দানকেই শ্রেষ্ঠ দান মনে হয়েছে। তাঁর দেওয়া উপহার গরল মনে হলেও কবি
তাকে অমৃতরূপে গ্রহণ করেছেন। রাত্রিশেষে শিশিরকণার মতো কবির সকল আকাঙ্ক্ষা
শুকিয়ে যায়। এই পরম সুন্দরের সুখ-ছোয়ায়, কবির সৌন্দর্য-বৃক্ষের শাখায়
প্রস্ফুটিত হয় যে সৌন্দর্য-পুষ্প, পরম সত্তার দেওয়া উত্তল বায়ুতে তা আমার ঝরে
যায়।
পরম সত্তার খেলায় চলে সুব্দর-অসুন্দর, আশা আকাঙ্ক্ষা, ভাঙা-গড়ার খেলা। পরম
সত্তার সবই সুন্দর বা পরম সুন্দরের অঙ্গীকার। সব মিলিয়ে তিনিই পরম সুন্দর।
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৩৬ বঙ্গাব্দের
অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে
প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময় নজরুলের
বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
- গ্রন্থ
-
চোখের চাতক
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৪১। (ভজন)
ভৈরবী-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান
৪১। (ভজন) ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ২২১]
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০।
(ভজন) ভৈরবী-দাদরা। পৃষ্ঠা ১৪১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা।
(ভজন) ভৈরবী-দাদরা। গান ১১৫। পৃষ্ঠা: ২৫২]
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
১৬৫৮]
পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সাধারণ। পরমসত্তা। বন্দনা