চোখের চাতক
কাজী নজরুল ইসলাম

১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে  প্রকাশিত হয়েছিল 'চোখের চাতক' নামক সঙ্গীত-সংকলন। প্রকাশক গোপালদাস মজুমদার, ডি,এম লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা ৪+৭৮। মূল্য এক টাকা। রাজসংস্করণ এক টাকা ষার আনা। এর উৎসর্গ পত্রে উল্লেখ ছিল-
'কল্যাণীয়া বীণা-কণ্ঠী/শ্রীমতী প্রতিভা সোম/জয়যুক্তাসু।'

এই গ্রন্থের মোট গান সংখ্যা ৫৩টি। এর ভিতরে পূর্বে প্রকাশিত গান ছিল ১৯টি। অবশিষ্ট ৩৪টি গান ছিল নতুন।

পূর্বে প্রকাশিত গান

  1. আঁধার রাতে কে গো একেলা [তথ্য]
    চোখের  চাতক ২১। সওগাত  পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  2. আমার কোন কূলে আজ ভিড়লো তরী [তথ্য]
    চোখের চাতক-১। ঢাকা আষাঢ় ১৩৩৫। সওগাত পত্রিকার 'আশ্বিন ১৩৩৬‌' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
  3. আসিলে কে অতিথি সাঁঝ [তথ্য]
    চোখের চাতক ৩৩। আলেয়া নাটকে ব্যবহৃত হয়েছিল।
  4. ওরে মাঝি ভাই ওরে মাঝি ভাই ও তুই কি দুখ্‌ পেয়ে কূল হারালি [তথ্য]
    চোখের চাতক ১৯। রচনাস্থান চট্টগ্রাম, জানুয়ারি ১৯২৯। সওগাত  পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  5. কি হবে লাল পাল তুলে [তথ্য]
    চোখের চাতক ২২। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর নজরুল সঙ্গীত নিরদেশিকা গ্রন্থে গানটি রচনার  স্থান ও তারিখ উল্লেখ করেছেন- '২৪শে জানুয়ারি, ১৯২৯, চট্টগ্রাম'।
  6. কে তুমি দূরের সাথী [তথ্য]
    কল্লোল পত্রিকার 'শ্রাবণ ১৩৩৬ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। চোখের চাতক-৪।
  7. কেউ ভোলে না কেউ ভোলে [তথ্য]

  8. চোখের চাতক-৮। ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন, (আষাঢ় ১৩৩৬) কলকাতার মনোমোহন থিয়েটার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল।
  9. ঘোর তিমির ছাইল [তথ্য]
    চোখের চাতক ১২। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  10. জনম জনম গেল আশা-পথ চাহি [তথ্য]
    চোখের চাতক ৩০। সওগাত  পত্রিকার 'অগ্রহায়ণ ১৩৩৬' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  11. তোমায় কূলে তুলে বন্ধু [তথ্য]
    চোখের  চাতক ১৭। সওগাত পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫‌' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
  12. দারুণ পিপাসায় মায়া মরীচিকায় [তথ্য]
    চোখের চাতক ১৩। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  13. না মিটিতে সাধ মোর নিশি পোহায় [তথ্য]
    চোখের চাতক ৩৪। সওগাত পত্রিকার 'কার্তিক ১৩৩৬‌' (অক্টোবর ১৯২৯) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
  14. নিশীথ স্বপন তোর [তথ্য]
    চোখের চাতক ১১। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  15. পেয়ে কেন নাহি পাই হৃদয়ে [তথ্য]
    চোখের চাতক ৩২। জাগরণ পত্রিকার 'বৈশাখ ১৩৩৫‌' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল]
  16. ফাগুন-রাতের ফুলের নেশায়  [তথ্য]
    চোখের চাতক ১০। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  17. ফুল কিশোরী জাগো জাগো  [তথ্য]
    চোখের চাতক ২৬। 'আলেয়া' গীতিনাট্যে প্রস্তাবনা'র গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে বিশেষ তথ্য পাওয়া যায়।
  18. ভাঙা মন (আর) জোড়া নাহি যায় [তথ্য]
    চোখের চাতক ২৩। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
  19. মাধবী-তলে চল মাধবিকা-দল [তথ্য]
    চোখের চাতক ৫০। আলেয়া নাটকে ব্যবহৃত হয়েছিল।
  20. মোর ঘুমঘোরে এলে মনোহর [তথ্য]
    চোখের চাতক-৭। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
নতুন গান
  1. আজ বাদল ঝরে (আজি বাদল ঝরে) [তথ্য] চোখের চাতক-৬।
  2. আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে [তথ্য] চোখের চাতক-৫।
  3. আমার গহীন জলের নদী [তথ্য] চোখের চাতক ১৬।
  4. আমার দুখের বন্ধু, তোমার কাছে [তথ্য] চোখের চাতক ২৪।
  5. আমার সাম্পান যাত্রী না লয় [তথ্য] চোখের চাতক ১৮।
  6. আমি কি সুখে লো গৃহে রবো  [তথ্য] চোখের চাতক ২৫।
  7. কাঁদিতে এসেছি আপনারে লয় [তথ্য] চোখের চাতক-২।
  8. এত কথা কি গো কহিতে জানে [তথ্য] চোখের চাতক ১৪।
  9. এলে কি শ্যামল পিয়া (ওগো)  [তথ্য] চোখের চাতক ২৯।
  10. কার বাঁশরি বাজে মূলতানী সুরে [তথ্য] চোখের
  11.  চাতক ৪৭।
  12. কে এলো ডাকে চোখ গেল [তথ্য] চোখের চাতক ২৮।
  13. কে ডাকিলে আমারে আঁখি তুলে [তথ্য] চোখের চাতক ৩৭।
  14. কেন নিশি কাটিলি অভিমানে [তথ্য] চোখের চাতক ৩১।
  15. কেন প্রাণ ওঠে কাঁদিয়া [তথ্য] চোখের চাতক ২০।
  16. ওগো সুন্দর আমার  [তথ্য] চোখের চাতক ৪১।
  17. ঘেরিয়া গগন মেঘ আসে [তথ্য] চোখের চাতক ৩৮।
  18. চল্‌ সখি জল নিতে [তথ্য] চোখের চাতক ৪৬।
  19. ছাড়িতে পরান নাহি চায়  [তথ্য] চোখের চাতক-৩।
  20. জাগো জাগো খোলো গো আঁখি [তথ্য] চোখের চাতক ৪২।
  21. জাগো জাগো পোহালো রাতি [তথ্য] চোখের চাতক ২৭।
  22. ঝরিছে অঝোর বরষার বারি [তথ্য] চোখের চাতক ৪৫।
  23. দুলে চরাচর হিন্দোল-দোল [তথ্য] চোখের চাতক ৩৯।
  24. দেখা দাও দেখা দাও ওগো  [তথ্য] চোখের চাতক ৫৩।
  25. নাইয়া কর পার [তথ্য] চোখের চাতক ৪৯।
  26. নিশীথ নিশীথ জাগি  [তথ্য]  চোখের চাতক ৫২।
  27. পরজনমে দেখা হবে প্রিয় [তথ্য] চোখের চাতক ৩৫।
  28. পরদেশী বধুঁ!ঘুম ভাঙায়ো চুমি' আঁখি [তথ্য] চোখের  চাতক ৪৪।
  29. বনে বনে দোলা লাগে [তথ্য] চোখের চাতক ৩৬।
  30. বাজায়ে জল-চুড়ি কিঙ্কিণী [তথ্য] চোখের চাতক ৪৩।
  31. বৃন্দাবনে এ কি বাঁশরি বাজে  [তথ্য] চোখের চাতক ৫১।
  32. মন কেন উদাসে [তথ্য] চোখের চাতক ১৫।
  33. মোর ধেয়ানে মোর স্বপনে [তথ্য] চোখের চাতক ৪৮।
  34. যাও যাও তুমি ফিরে[তথ্য] চোখের চাতক-৯।
  35. হিন্দোলি' হিন্দোলি' ওঠে নীল [তথ্য] চোখের চাতক ৪০।