বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : আমি কি সুখে লো গৃহে রবো
তাল: ফের্‌তা (দাদ্‌রা ঝাঁপ ও কাহার্‌বা)

 আমি    কি সুখে লো গৃহে রবো
           সখি গো ─
আমার   শ্যাম হলো যদি যোগী ওলো সখি আমিও যোগিনী হবো।
           আমি যোগিনী হবো
 শ্যাম    যে তরুর তলে বসিবে লো ধ্যানে
           সেথা অঞ্চল পাতি’ রবো
আমার    বঁধুর পথের ধূলি হবো
আমায়   চলে যেতে দলে যাবে সেই সুখে লো ধূলি হবো
           সখি গো-
  আমি   আমার সুখের গোধূলি বেলার
           রঙে রঙে তারে রাঙাইব
  তার    গেরুয়া রাঙা বসন হয়ে
           জড়াইয়া রবো দিবস যামী
           সখি গো ─
  সখি    আমার কঠিন এ রূপ হবে রুদ্রাক্ষেরই মালা
  তার    মালা হয়ে ভুলব আমার পোড়া প্রাণের জ্বালা
আমার   এ দেহ পোড়ায়ে হইব চিতা ছাই
           মাখিবে যোগী মোর পুড়িব সেই আশায়
           পোড়ার কি আর বাকি আছে
আমার   শ্যাম গেছে যোগী হয়ে ছায়া শুধু পড়ে আছে॥