বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: নিশীথ স্বপন তোর ভুলে যা নিশি শেষ
                  
          রাগ: ভৈরবী, তাল: দাদ্‌রা
নিশীথ-স্বপন তোর ভু'লে যা নিশি-শেষে।
বাদল-অবসানে আকাশ উঠেছে হেসে॥
চখার পাশে আসে বিরহ-রাতের চখি
আঁধার লুকালো ঐ দূর বনে এলোকেশে॥ 
শরম-রাঙা গালে জাগিল কুমারী ঊষা,
তরুণ অরুণ ঐ এসো রাঙা বর বেশে॥