বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : ফুল-কিশোরী! জাগো জাগো, নিশি হ’ল ভোর
 
        নাটক : ‘আলেয়া’। রাগ: জৌনপুরী, তাল দাদরা

কাকল:     ফুল-কিশোরী! জাগো জাগো, নিশি হ’ল ভোর।
                দুয়ারে দখিন-হাওয়া – খোলো খোলো পল্লব-দোর॥
                            জাগাইয়া ধীরে ধীরে
                            যৌবন তনু-তীরে,
                                    চ’লে যাবে উদাসী কিশোর॥
  সুন্দরীরা:    চিনি গো দেবতা চিনি
                   ও নূপুর-রিনিঝিনি,
                   ভেঙো না ভেঙো না ঘুম-ঘোর,
                    মধু মাসে আসে সে যে ফুলবাস-চোর।
                    প্রভাতে ফুটায়ে আঁখি নিশীথে বহাবে আঁখি-লোর॥

'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'

এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় মাসের দিকে। এই  সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।