আলেয়া
কাজী নজরুল ইসলামের রচিত একটি রূপকধর্মী নাটক।

নজরুল এই নাটকটির রচনা শুরু করেছিলেন ১৩৩৬ বঙ্গাব্দের আষাঢ় মাসের আগেই। কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'  বিষয়ে একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'

স্বদেশ পত্রিকায় (প্রথম বর্ষ প্রথম সংখ্যায় ১৩৩৮) আলেয়া গীতিনাট্য প্রকাশের বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল-

'আগামী সংখ্যায় কবি নজরুল ইসলামের গীতিনাট্য 'আলেয়া' আরম্ভ হইবে।'

কিন্তু শেষ পর্যন্ত কোনো পত্রিকাতেই নাটকটি প্রকাশিত হয় নি। ১৯৩১ খ্রিষ্টাব্দের ১৯শে ডিসেম্বর (শনিবার ৩ পৌষ ১৩৩৮) কলকাতার নাট্যনিকেতন মঞ্চে 'আলেয়া' গীতিনাট্য মঞ্চস্থ হয় নাটকটি পরিচালনা করেছিলেন সতু সেন। বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছিলেন- ধীরাজ ভট্টাচার্য, ভূপেন রায়, নিরূপমা দেবী এবং তারাসুন্দরী।  একই দিনে আলেয়া গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থটির প্রকাশক ছিলেন গোপালদাস মজুমদার, ডি,এম, লাইব্রেরী, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা। মুদ্রাকর: নরেন্দ্রনাথ কোঙার, ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস, ২৩৩/১/১ কর্নমওয়ালিশ স্ট্রিট, কলকাতা। পৃষ্ঠা ৮+৭২। দাম এক টাকা। পরে ডি,এম, লাইব্রেরী থেকে 'আলেয়া ও ঝিলিমিলি' নামক সংকলনের সাথে থেকে প্রকাশিত হয়েছিল।

কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার সুবাদে ধারণা করা যায়, নাটকটিতে ৩০টি গান ব্যবহৃত হয়েছিল।  কিন্তু প্রকাশিত গ্রন্থে ২৮টি গান পাওয়া যায়। আপাত দৃষ্টিতে মনে হয় এই গীতিনাট্যটি পরিমার্জনার সময় টি গান বাদ দেওয়া হয়েছিল। কিন্তু কোন ২টি গান বাদ পড়েছিল, তা জানা যায় না। 

গ্রন্থাকারে প্রকাশিত আলেয়ার ব্যবহৃত ২৮টি গান। এই গানগুলো হলো-

  1. প্রস্তাবনা: পথিকের গান: নিতি নিতি মোরে ডাকে (নিশি নিশি মোরে [তথ্য]
    বর্তমানে গানটির প্রথম পঙক্তি 'নিশি নিশি মোরে ডাকে সে স্বপনে' হিসেবেও পাওয়া যায়।
  2. প্রজাপতিদ্বয়ের গান: দুলে আলো শতদল  ‌‌[তথ্য]
  3. কিশোরীগণ ও প্রজাপতিদ্বয়ের গান: মোরা ফুটিয়াছি বঁধু  [তথ্য]
  4. প্রথম অঙ্ক: ভোরের হাওয়ার গান: পোহাল পোহাল নিশি খোল গো আঁখি  [তথ্য]
  5. প্রথম অঙ্ক: সুন্দরীদের গান: ভোরের হাওয়া এলে  [ তথ্য]
  6. প্রথম অঙ্ক: কাকলি ও সুন্দরীদের গান: ফুল কিশোরী জাগো জাগো  [তথ্য]
  7. প্রথম অঙ্ক: সুন্দরীদের গান: যৌবন-তটিনী ছুটে চলে  [তথ্য]
  8. প্রথম অঙ্ক: কবির গান:  এসেছে ন'ব্‌নে বুড়ো  [তথ্য]
  9. প্রথম অঙ্ক: একটি মেয়ের গান: কেন ঘুম ভাঙালে প্রিয়  [তথ্য]
  10. প্রথম অঙ্ক: মালার গান: চাঁদনী রাতে কানন সভাতে  [তথ্য]
  11. প্রথম অঙ্ক: মদালসার গান: কেন রঙীন নেশায় মোরে রাঙালে  [তথ্য]
  12. প্রথম অঙ্ক: কাকলি ও সখীদের গান: ধর ধর ভর ভর, এ রঙিন পেয়ালী  [তথ্য]
  13. প্রথম অঙ্ক: তরুণীদের গান: আধো ধরণী আলো আধো আঁধার  [তথ্য]
  14. প্রথম অঙ্ক: কাকলির গান: আঁধার রাতে কে গো একেলা [তথ্য]
  15. প্রথম অঙ্ক: কাকলির গান: যৌবনে যোগিনী,আর কত কাল [তথ্য]
  16. প্রথম অঙ্ক: রঙ্গনাথের গান: খুঁচি খুঁচি সূচি-সারি  [তথ্য]
  17. প্রথম অঙ্ক: কাকলি ও বন্দীগণের গান: জাগো যুবতি! আসে যুবরাজ  [তথ্য]
  18. প্রথম অঙ্ক: ঝোড়ো হাওয়া ও ঘূর্ণির  গান: ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন  [তথ্য]
  19. প্রথম অঙ্ক: নটরাজের গান: নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল  [তথ্য]
  20. প্রথম অঙ্ক: বৃষ্টিধারার গান: নামিল বাদল! রুমু রুমু ঝুমু  [তথ্য]
  21. দ্বিতীয় অঙ্ক: চন্দ্রিকার গান: এ নহে বিলাস বন্ধু  [তথ্য]
  22. দ্বিতীয় অঙ্ক: চন্দ্রিকার গান: বেসুর বীণায় ব্যথার সুরে  [তথ্য]
  23. দ্বিতীয় অঙ্ক: চন্দ্রিকার গান: তাহারে দেখলে হাসি [তথ্য]
  24. দ্বিতীয় অঙ্ক: যোগিনীর গান: জাগো নারী জাগো বহ্নিশিখা [তথ্য]
  25. দ্বিতীয় অঙ্ক: সেনাদলের গান: টলমল টলমল পদভরে [তথ্য]
  26. তৃতীয় অঙ্ক: বৈতালিকের গান: আসিলে কে অতিথি সাঁঝে  [তথ্য]
  27. তৃতীয় অঙ্ক: তরুণী ও কিশোরীদের গান: মাধবী-তলে চল মাধবিকা-দল [তথ্য]
  28. তৃতীয় অঙ্ক: কাকলির গান: গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে  [তথ্য]
     

জয়তী পত্রিকার 'কার্তিক-পৌষ ১৩৩৮' সংখ্যায় ৬টি গান প্রকাশিত হয়েছিল। এই গানগুলো হলো-

  1. দুলে আলো শতদল  ‌‌ [তথ্য]
  2. ভোরের হাওয়া এলে  [তথ্য]
  3. কেন রঙীন নেশায় মোরে রাঙালে  [তথ্য]
  4. আজিকে তনু মনে লেগেছে রঙ [তথ্য]
  5. কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে [তথ্য]
  6. কে এলে গো চিরচেনা অতিথি (কে এলে গো)  [তথ্য]
এই গানগুলোর ভিতরে ৩টি নাটকে পাওয়া যায় না। এই গানগুলো হলো- আজিকে তনু মনে লেগেছে রঙ, কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে, এবং কে এলে গো চিরচেনা অতিথি (কে এলে গো)।

নাচঘর পত্রিকার ২ পৌষ ১৩৩৮ (শুক্রবার ১৮ ডিসেম্বর), আলেয়া গীতিনাট্যের ১০টি গান প্রকাশিত হয়েছিল নাচঘর পত্রিকায়। এই গানগুলো হলো-
  1. আধো ধরণী আলো আধো আঁধার [তথ্য]
  2. কে এলে মোর চিরচেনা (কে এলে গো) [তথ্য]
  3. কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি [তথ্য]
  4. জাগো যুবতি! আসে যুবরাজ [তথ্য]
  5. ঝরা ফুল দল কে অতিথি [তথ্য]
  6. ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন  [তথ্য]
  7. ধর ধর ভর ভর, এ রঙিন পেয়ালী  [তথ্য]
  8. নামিল বাদল! রুমু রুমু ঝুমু  [তথ্য]
  9. যৌবনে যোগিনী,আর কত কাল [তথ্য]
  10. ফুল কিশোরী জাগো জাগো  [তথ্য]

এতে ৪টি বর্জিত গান ছিল ৪টি। সব মিলিয়ে গানের সংখ্যা হলো- ৩২টি।