বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল
 

নাটক : ‘আলেয়া, রাগ: মাঢ় মিশ্র, তাল: কাওয়ালী
নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল।
লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল
আলো-ছায়ার বাঘ ছাল॥
ফেনাইয়া ওঠে নীল-কণ্ঠের হলাহল,
ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনী দর।
দোলে ঈশান-মেঘে ধূর্জটী-জটাজাল॥
বিষম ছন্দে বোলে ডমরু নৃত্র-বেগে,
ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে।
চরণ-আঘাত লেগে শ্মশানে কঙ্কাল॥
সে নৃত্য-ভঙ্গে গঙ্গা-তরঙ্গে
সঙ্গীত দুলে ওঠে অপরূপ রঙ্গে,
নৃত্য-উছল জলে বাজে জলদ তাল॥
সে নৃত্য-ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন
প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন,
জোছনা-আশিস্‌ ঝরে উছলিয়া শশী-থাল॥
 


সূত্র: