বিষয়:নজরুল সঙ্গীত
শিরোনাম: এসেছে ন'ব্‌নে বুড়ো যৌবনেরি রাজ-সভাতে
     নাটক : ‌'আলেয়া'
এসেছে ন'ব্‌নে বুড়ো যৌবনেরি রাজ-সভাতে।
কুঁজো-পিঠ বই ব'য়ে হায়, কলম-ধরা ঠু’টো হাতে॥
ভরিল সৃষ্টি এবার দৃষ্টি খাটো, ষষ্ঠি-ধরা জ্যেষ্ঠতাতে।
নাতি সব সুর্পণখার নাকী কথার, ভূষুণ্ডি মাঠ আঁধার রাতে॥
দাওয়াতে টান্‌ছে হুঁকো উনুন-মুখো নড়েও নাকো ন্যাজ-মলাতে।
ভাইসব বল হরি, কলসি দড়ি, ঝুলিয়েছে নিজেই গলাতে॥
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'

এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় মাসের দিকে। এই  সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।