বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ঝরা ফুল দ'লে কে অতিথি
রাগ: কাফি মিশ্র, তাল: দ্রুত-দাদ্‌রা

ঝরা ফুল দ'লে কে অতিথি
সাঁঝের বেলা এলে কানন-বীথি॥
চোখে কি মায়া ফেলেছে ছায়া
যৌবন মদির দোদুল কায়া
তোমার ছোঁয়ায় নাচন লাগে দখিন হাওয়ায়
লাগে চাঁদের স্বপন বকুল চাঁপায়,
কোয়েলিয়া কুহরে কু কু গীতি॥