বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি
  রাগ: ভৈরবী, তাল: ফের্‌তা (দাদ্‌রা ও কাহার্‌বা)

        যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি
        কে বাঁধিবে তোমারে হায় গানের পাখি॥
 মোর  আজ এত প্রেম আশা এত ভালোবাসা
        সকলি দুরাশা আজ কি দিয়া রাখি॥
        তোমার বেঁধেছিল নয়ন শুধু এ রূপের জালে
        তাই দুদিন কাঁদিয়া হায় এ বাঁধন ছাড়ালে।
        আমার বাঁধিয়াছে হিয়া আমি ছাড়াব কি দিয়া
        আমার হিয়া তো নয়ন নহে ও সে ছাড়ে না কাঁদিয়া,
                                    ওগো দু’দিন কাঁদিয়া।
        এই অভিমান জ্বালা মোর একেলারি কালা
        ম্লান মিলনেরি মালা দাও ধূলাতে ঢাকি॥