বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: দারুণ পিপাসায় মায়া-মরীচিকায়
                  
          রাগ: জয়জয়ন্তী, তাল: একতাল
                দারুণ পিপাসায়    
                মায়া-মরীচিকায়
চাহিতে এলি জল বনের হরিণী।
                দগ্ধ মরুতল
                কে তোরে দেবে জল
ঝরিবে আঁখি-নীর তোরই নিশিদিনই॥
নিবায়ে গৃহ-দীপ আপন-নিশাসে
আলেয়ার পিছে এলি সুখ-আশে,
                সে-সুখ অবসান
                সুমুখেতে শ্মশান –
পিছনে অন্ধকার চির-নিশীথিনী॥
কেন তুই বনফুল বিলাস-কাননে
করিয়া পথ ভুল এলি অকারণে।
                ছিঁড়ে সাঁঝে তোরে
                মালা গাঁথি’ ভোরে
দ’লিল বিলাসী পথ-ধূলি সনে।
সন্ধ্যা-গোধূলির রাঙা রূপে ভুলে’
আসিলি এ কোথায় তমসার কূলে।
                শ্রাবণ-মেঘ হায়
                ভাবিয়া কুয়াশায়
হারালি পথ তোর রে হতভাগিনী॥