বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ।
রাগ: আশা-ভৈরবী (নজরুল-সৃষ্ট), তাল: ত্রিতাল
মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ।
অনন্ত আনন্দ হাসি অফুরান॥
        নিরাশার বিবর হ'তে
        আয় রে বাহির পথে,
দেখ্‌ নিত্য সেথায় — আলোকের অভিযান॥
ভিতর হ'তে দ্বার বন্ধ ক'রে,
জীবন থাকিতে কে আছিস্‌ ম'রে।
        ঘুমে যারা অচেতন
         দেখে রাতে কু-স্বপন,
প্রভাতে ভয়ের নিশি হয় অবসান॥