বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: সন্ধ্যা-আঁধারে ফোটাও দেবতা, শুভ্র রজনীগন্ধা

        রাগ: বেলাবল। তাল: একতাল
সন্ধ্যা-আঁধারে ফোটাও দেবতা, শুভ্র রজনীগন্ধা।
নিরাশা-শুষ্ক পরানে বহাও প্রেমের অলকানন্দা॥
            অশ্রু-জলের অকূল সায়রে
            ফুটুক কমল তব শুভ্র বরে
বেদনা-আহত কবির চিত্তে বাণী দাও মধু-ছন্দা॥
            দুঃখ আসিলে, সে-সুখ ভুলিলে
            দাও আনন্দ দুঃখীর চিতে,
আঁধার-গহন নিবিড় নিশীথে ভাঙিয়ো না সুখ-তন্দ্রা॥