চন্দ্রবিন্দু
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। প্রকাশক: শ্রী গোপালদাস মজুমদার, ডি,এম, লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা। মুদ্রাকর: শ্রী অমূল্যচন্দ্র ভট্টাচার্য প্রেস, ১২ নন্দ বোস লেন কলিকাতা। পৃষ্ঠা ৮+১২। মূল্য দেড় টাকা। গ্রন্থটি উৎসর্গ পত্রে উল্লেখ ছিল-
'শ্রীমৎ ঠাকুর শ্রীযুক্ত শরচ্চন্দ্র পণ্ডিত মহাশয়ের শ্রীচরণকমলে।'
উৎসর্গ পত্রে নজরুল লিখেছিলেন-
                                 হে হাসির অবতার!
                    লও হে চরণে ভক্তি-প্রণত কবির নমস্কার।
উল্লেখ্য, গ্রন্থটি প্রকাশের পর, ১৯৩১ খ্রিষ্টাব্দে ১৪ অক্টোবর বাজেয়াপ্ত করা হয়েছিল। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ৩০ অক্টোবর গ্রন্থটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এই গ্রন্থে মোট ৬১টি গান সঙ্কলিত হয়েছিল। এই গানগুলো- ২টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে স্থান পেয়েছিল-৪৩টি গান। এবং দ্বিতীয় ভাগে স্থান পেয়েছিল ১৮টি গান। নিচে বিভাজন অনুসারে গানগুলোর তালিকা তুলে ধরা হলো।

প্রথম ভাগ: বিষয়- প্রেম, বাউল, ইসলামী, দেবদেবীর গান।  মোট গান সংখ্যা ৪৩টি। এর ভিতরে ২২টি গান ছিল নতুন।
  1. আদি পরম বাণী, ঊর বীণাপাণি [তথ্য]
  2. জয় বাণী বিদ্যাদায়িণী  [তথ্য]
  3. তুমি দুখের বেশে এলে [ তথ্য]
  4. আমি ভাই ক্ষ্যাপা বাউল, আমার দেউল [তথ্য]
  5. (ওহে) রাখাল রাজ! কি সাজে সাজালে [তথ্য]
  6. আর/তুই লুকাবি কোথা মা কালী [তথ্য]
  7. আমার সকলি হরেছ হরি [তথ্য]
  8. চল মন আনন্দধাম [তথ্য]
  9. নমো নমো নমো নমঃ হে নটনাথ  [তথ্য]
  10. জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী [তথ্য]
  11. বন্দীর মন্দিরে জাগো দেবতা [তথ্য]
  12. জবা কুসুম-সঙ্কাশ [তথ্য]
  13. পূজা দেউলে মুরারি শঙ্খ নাহি বাজে [তথ্য]
  14. তিমির -বিদারী অলখ-বিহারী [তথ্য]
  15. নাহি ভয় নাহি ভয় [তথ্য]
  16. কারা-পাষাণ ভেদি' জাগো নারায়ণ [তথ্য]
  17. আজি শৃঙ্খলে বাজিছে মাভৈঃ [তথ্য]
  18. নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন [তথ্য]
  19. জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী [তথ্য]
  20. কেঁদে যায় দখিন হাওয়া [তথ্য]
  21. ঐ পথ চেয়ে থাকি [তথ্য]
  22. আজি পূর্ণশশী ‌কেন মেঘে ঢাকা [তথ্য]
  23. মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে [তথ্য]
  24. এসো এসো তব যাত্রা-পথে [তথ্য]
  25. প্রণমি তোমায় বনদেবতা [তথ্য]
  26. ফুলে ফুলে বন ফুলেলা [তথ্য]
  27. শুক্লা জোছনা তিথি [তথ্য]
  28. কুসুম সুকুমার শ্যামল তনু [তথ্য]
  29. বন-বিহারিনী চঞ্চল হরিণী [তথ্য]
  30. নিশুতি রাতের শশী গো [তথ্য]
  31. তোর বিদায়-বেলার বন্ধু রে  [তথ্য]
  32. ঘোর ঘনঘটা ছাইল গগন [তথ্য]
  33. কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি [তথ্য]
  34. কেন আসে, কেন তারা চ'লে যায় [তথ্য]
  35. জয় মর্ত্যের অমৃতবাদিনী [তথ্য]
  36. জাগো -জাগো বধূ জাগো নব বাসরে [তথ্য]
  37. বনে বনে জাগে কি আকুল হরষণ [তথ্য]
  38. নয়নে ঘনাও মেঘ,মালবিকা [তথ্য]
  39. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন [তথ্য]
  40. তুষার-মৌলি জাগো জাগো [তথ্য]
  41. সন্ধ্যা-আঁধারে ফোটাও দেবতা [গান-১৭৬১] [তথ্য]
  42. কে যাবি পারে (যাবি কে মদিনায় আয় ত্বরা করি [তথ্য]
  43. বক্ষে আমার কা'বার ছবি [ তথ্য]
দ্বিতীয় ভাগ: কমিক-গান।  মোট গান সংখ্যা ১৮টি।  এর ভিতরে নতুন গান ছিল ১২টি।
  1. শ্রীচরণভরসা। থাকিতে চরণ মরণে কি ভয়  [তথ্য]
  2. তৌবা। দ্যাখো হিন্দুস্থান সাহেব মেমের [তথ্য]
  3. তাকিয়া নৃত্য। নাচে মাড়োবার বালা  [তথ্য]
  4. হিতে বিপরীত। আমি তুরগ ভাবিয়া মোড়গে চড়িনু  [তথ্য]
  5. খিচুড়ি জন্তু। জন্তুর মাঝে ভাই উট [তথ্য]
  6. যদি। যদি শালের বন হতো  [তথ্য]
  7. প্যাক্ট। বদ্‌‌না গাড়ুতে গলাগলি করে  [তথ্য]
  8. সর্দা-বিল। ডুবল ফুটু ধর্ম-তরী (ডুবু ডুবু ধর্ম-তরী) [তথ্য]
  9. লীগ-অব-নেশন্। বসেছে শান্তি বৈঠকে বাঘ [তথ্য]
  10. ডোমিনিয়ন স্টাটাস্। বগল বাজা দুলিয়ে মাজা [তথ্য]
  11. দে গরুর গা ধুইয়ে। দে গরুর গা ধুইয়ে [তথ্য]
  12. রাইন্ড-টেবিল-কন্‌ফারেন্স। দড়াদড়ির লাগবে গিঁঠ [তথ্য]
  13. সাহেব ও মোসাহেব। সাহেব কহেন চমৎকার [তথ্য]
  14. চুঁচোর কীর্তন। কীর্তন গায় ছুচন্দর [গান-২৩৮৪] [তথ্য]
  15. সাইমন-কমিশনের রিপোর্ট। প্রথম ভাগ। কি দেখিতে এসে কি দেখিনু শেষে [তথ্য]
  16. সাইমন-কমিশনের রিপোর্ট। দ্বিতীয় ভাগ। যীশুখ্রীস্টের নাই সে ইচ্ছা [তথ্য]
  17. প্রতিদ্বন্দ্বী। আমি দেখেছি তোর শ্যামে [তথ্য]
  18. এই বেলা নে ঘর ছেয়ে [তথ্য]