বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম : মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
নাটক: 'সাবিত্রী', রাগ: পিলু-খাম্বাজ, তাল: কাহার্‌বা
মৃদুল মন্দে                মঞ্জুল ছন্দে
মরাল মদালস            নাচে আনন্দে॥
তরঙ্গ-হিন্দোলে          শতদল দোলে
শিশু অরুণে জাগায়     অমা-যামিনীর কোলে
শুষ্ক কানন ভরে         বকুল গন্ধে॥
নন্দন-উপহার           ধরণীর ক'রে
শুভ্র পাখায় শুভ         আশিস ঝরে।
মিলন, বসন্তের          দূত আগমনী
কণ্ঠে সুমঙ্গল             শঙ্খের ধ্বনি
কুহু কেকা গাহে          মধুর ছন্দে॥