বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম : জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী
জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী।
কাঁদে ধরিত্রী নিপীড়িতা, কাঁদে ভয়ার্ত নরনারী॥
        আনো আরবার ন্যায়ের দণ্ড
        দৈত্য-ত্রাসন ভীম প্রচণ্ড,
অসুর-বিনাশী উদ্যত আসি ধর ধর দানবারি॥
        ঐ বাজে তব আরতি বোধন,
        কোটি অসহায় কণ্ঠে রোদন!
        ব্যথিত হৃদয়ে ফেলিয়া চরণ
        বেদনা-বিহারী এসো নারায়ণ,
রুদ্ধ কারার অন্ধ প্রাকার-বন্ধন অপসারি'॥