বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:বাঁশিতে সুর শুনিয়ে নূপুর রুনঝুনিয়ে
তাল : ফেরতা (কাহারবা ও দাদরা)
বাঁশিতে সুর শুনিয়ে নূপুর রুনঝুনিয়ে
                    এলে আজি বাদল প্রাতে।
কদম কেশর ঝুরে পুলকে তোমার পায়ে,
তমাল বিছায়ে ছায়া শ্যামল আদুল গায়ে।
অলকা পথ বাহি' আসিলে মেঘের নায়ে,
নাচের তালে বাজিয়া ওঠে চুড়ি কাঁকন হাতে॥
ধানি রঙের শাড়ি ফিরোজা রঙ উত্তরীয়
প'রেছি এ শ্রাবণ দোলাতে দুলিতে প্রিয়।
কেশের কমল-কলি, বনমালী, তুলিয়া আদরে
চাঁচর চিকুরে আপনি পরিও
তোমার রূপের কাজল পরায়ো আমার আঁখি-পাতে॥