বিষয়:নজরুলসঙ্গীত।
শিরোনাম: রংমহলের রংমশাল মোরা
      রাগ: ভৈরবী-আশাবরী-ভূপালী। তাল কাহারবা
রংমহলের রংমশাল মোরা আমরা রূপের দীপালি।
রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফাল॥
           রূপের দেউলে আমি পূজারিণী
           রূপের হাটে মোর নিতি বিকিকিনি,
           নৌবতে আমি প্রাতে আশাবরি,
                     আমি সাঁঝে কাঁদি ভূপালী॥
           আমি শরম-রাঙা চোখের নেশা,
           লাল শারাব আমি আঙুর-পেষা,
           আঁখিজলে গাঁথা আমি মোতি-মালা,
                     দীপাধারে মোরা প্রাণ জ্বালি॥